উল্টোরথে সাজ সাজ রব দিঘায়, ভক্তদের জন্য থাকছে অন্নভোগের ব্যবস্থা...
আজকাল | ০৫ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার উল্টোরথ। সাজ সাজ রব দিঘায়। আজ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফিরবেন মাসির বাড়ি থেকে নিজধামে। শনিবার সকালেই মহাপ্রভুর আরতি ও ভোগ অর্পণের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের অনুষ্ঠান। দুপুরে মধ্যাহ্নের অন্নভোগের আয়োজনও হয়েছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে দুপুর দেড়টা নাগাদ জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি থেকে রথে চড়বেন। রথে দেবতাদের সাজানোর কাজ চলবে তখনও। চলবে তিনটি আরতির অনুষ্ঠান।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, বিকেল ৪টের সময় গড়াবে রথের চাকা– গন্তব্য নিজধাম। দিঘা জুড়ে উল্টোরথ উপলক্ষে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রথযাত্রা ঘিরে ধুমধাম আয়োজন করেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থা। বিশেষ আকর্ষণ মধ্যাহ্নে দশ হাজার ভক্তের জন্য অন্নভোগের ব্যবস্থা করেছেন আয়োজকরা।