সংবাদদাতা, কাটোয়া: রাজ্যে ফের বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হল একজনের। গুরুতর জখম ৩। গতকাল, শুক্রবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে গতকাল, রাতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময়েই বিস্ফোরণ হয়। যার ফলে কেঁপে ওঠে গোটা গ্রাম। ওই পরিত্যক্ত বাড়ির পাঁচিল ভেঙে পড়ে, উড়ে যায় টালির চাল। বিস্ফোরণের শব্দ শুনেই ওই পরিত্যক্ত বাড়ির দিকে ছুটে যান এলাকার বাসিন্দারা। তখনই তারা দেখতে পান, ওই পরিত্যক্ত বাড়ি থেকে কয়েকজন ছুটে পালাচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিস। মৃত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। যদিও তার নাম পরিচয় জানা যায়নি।জখম অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম তুফান চৌধুরী। তিনি আশঙ্কাজনক অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ, তিনিই ওই পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার কাজ করছিলেন। বাইরে থেকে লোক এনে এই কাজ করা হচ্ছিল। সূত্রের খবর, বোমা বিস্ফোরণের পর দু’জন ওই বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। তারা হলেন ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। বোমা বাঁধার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা। এমনটাই অভিযোগ। পুলিস তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তুফানই এই কাজ করছিল। যার জন্য বাইরে থেকে লোক নিয়ে এসেছিল। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত তুফান। যদিও এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলেই জানিয়েছেন কাটোয়ার তৃণমূল নেতা বিশ্বনাথ সাহা। তিনি জানিয়েছেন, ‘আমরা ঘটনার কথা শুনেছি। তবে ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়।’ কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী বলেন, পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।