• শনিবারের শহরে ৮টি শোভাযাত্রা, কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে?
    এই সময় | ০৫ জুলাই ২০২৫
  • উল্টো রথের দিনে একাধিক ধর্মীয় শোভাযাত্রা হবে কলকাতা শহরের বুকে। দিনভর নানা শোভাযাত্রার কারণে কলকাতার একাধিক রাস্তায় যানজট হতে পারে। শনিবার, সকাল থেকে কোন রাস্তা এড়িয়ে যাবেন? ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে কোন কোন রুট বেছে নেবেন? রইল তারই হদিশ

    আউটরাম রোড হয়ে জহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, এস এন ব্যানার্জী রোড ধরে এগোবে। সেখান থেকে সোজা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে শেক্সপিয়ার সরণি হয়ে হাঙ্গারফোর্ড রোডে পৌঁছবে।

    হরিসভা স্ট্রিট হয়ে রামগোপাল স্ট্রিট ধরে এগোবে। সেখান থেকে সোজা হেমচন্দ্র স্ট্রিট হয়ে শোভাযাত্রা পৌঁছবে দেব রোডে।

    দিলারজাং রোড হয়ে টালা ব্রিজ, বি টি রোড, বাগবাজার হয়ে কাশীপুর রোডে পৌঁছবে। ফলে ওই রাস্তাগুলিতে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হতে পারে।

    শোভাযাত্রা বিধান সরণী হয়ে হাতিবাগান, খান্না, অরবিন্দ সরণী ধরে এগোবে। এর পর আরজি কর রোড, বেলগাছিয়া রোড, পাইকপাড়া মোড় হয়ে পৌঁছবে আর এম রোডে।

    মহারাজা স্ট্যাগর রোড হয়ে বাবুবাগান লেন, ঢাকুরিয়া পোস্ট অফিস, গড়িয়াহাট রোড সাউথ হয়ে শোভাযাত্রা পৌঁছবে জোধপুর পার্কে।

    মারর্সডেন স্ট্রিট হয়ে রফি আহমেদ কিদওয়াই রোড ধরে এগোবে। সেখান থেকে সোজা এলিয়ট রোড হয়ে ওয়েলেসলি স্কোয়ারে পৌঁছবে শোভাযাত্রা।

    শোভাযাত্রা ডি এইচ রোড শিলপাড়া, শখের বাজার হয়ে বেহালা চৌরাস্তায় পৌঁছবে।

    এস পি মুখার্জী রোড হয়ে শোভাযাত্রা পৌঁছবে দেশপ্রাণ শাসমল রোডে।

  • Link to this news (এই সময়)