• কাটোয়ায় পর পর বোমা বিস্ফোরণ, মৃত এক, আহত অন্তত তিন
    আজকাল | ০৫ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কাটোয়ায় পর পর বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল দেওয়াল। বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। জখম তিন জন হাসপাতালে চিকিৎসাধীন। 

    জানা গেছে, শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজৌয়া গ্রামে পরপর দুটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়।  বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়ির চাল উড়ে যায়। একটি বাড়ির দেওয়াল সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও মৃতের নাম বা পরিচয় জানা যায়নি। বোমা বিস্ফোরণে গুরুতর জখম অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন শেখ তুফান চৌধুরী, ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল। আহতরা সবাই রাজৌয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ গ্রাম জুড়ে প্রবল শব্দে বিস্ফোরণ হয়। মাত্র কয়েক সেকেণ্ডের মধ্যে পর পর দুটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।

    পুলিশের প্রাথমিক অনুমান, তুফান ওই গ্রামের বাসিন্দা মৃত লম্বু শেখের পরিত্যক্ত একটি মাটির বাড়িতে বাইরে থেকে দুষ্কৃতীদের এনে বোমা বাঁধার কাজ করছিল।সেই সময়েই দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয়। শুরু হয়েছে তদন্ত। বিস্ফোরণে ব্যবহৃত উপাদানগুলি কী ছিল, কোথা থেকে সেগুলি আনা হয়েছিল, তুফানের সঙ্গে আর কে বা কারা যুক্ত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

     ঘটনার পর থেকেই আতঙ্কিত রাজৌয়া গ্রামের বাসিন্দারা। অনেকেই রাতেই গ্রাম ছেড়ে আত্মীয়দের বাড়িতে চলে যান। গ্রামবাসীদের বক্তব্য, ‘‌এমন ভয়ঙ্কর শব্দ আগে কোনওদিন শুনিনি। পুরো বাড়ি কেঁপে ওঠে। জানি না আর কী হতে পারত।’‌ বিস্ফোরণের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, বোমা বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন জখম হয়েছেন। পুলিশ তদন্ত করছে।

     
  • Link to this news (আজকাল)