• সপ্তাহান্তে ফের শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একাধিক লোকাল, তীব্র যাত্রী ভোগান্তির আশঙ্কা ...
    আজকাল | ০৫ জুলাই ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সপ্তাহান্তে ফের বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গেছে, দমদমে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ শাখায় ফের বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। গত সপ্তাহেও দমদমে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল।

    তবে এবার শনিবার শুধু একজোড়া আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকছে। 

    তবে রবিবার অনেক ট্রেনই বাতিল করা হয়েছে। যেমন দু’‌জোড়া করে আপ ও ডাউনে হাবরা লোকাল বাতিল করা হয়েছে। বাতিল থাকবে একটি দত্তপুকুর লোকাল। দু’‌জোড়া করে আপ ও ডাউনে বাতিল থাকছে বনগাঁ লোকাল। একজোড়া করে আপ ও ডাউনে বাতিল বারাসত লোকাল। 

    শিয়ালদহ–ডানকুনি লাইনে পাঁচ জোড়া করে আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকবে। ফলে ওই শাখার যাত্রীদের সমস্যা হবে সবচেয়ে বেশি। শিয়ালদহ মেন লাইনেও বাতিল থাকছে কয়েকটি লোকাল। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে। 

    রেলের দাবি, যাত্রীদের আগাম জানিয়ে ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। তাই সমস্যা হওয়ার কথা নয়। 
  • Link to this news (আজকাল)