আজকাল ওয়েবডেস্ক: ফের মেট্রো বিভ্রাট। শনিবার সকালে অফিসের ব্যস্ত সময়ে দমদম–কবি সুভাষ (নিউ গড়িয়া) রুটে ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে পড়ে বেশ কয়েকটি মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা। তবে ৯টা ৪০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের অভিযোগ, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে। ফলে পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সোমবার সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। মেট্রোর পাতালপথে জল ঢুকে যাওয়ায় ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ ছিল মেট্রো চলাচল। চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে মেট্রোর পাতালপথে জল জমে গিয়েছিল। বিপাকে পড়েন অফিসযাত্রী থেকে পড়ুয়ারা। আবার শনিবারও ব্যাহত হল মেট্রো পরিষেবা।