আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের বিচারক হলেন আলিপুরদুয়ারের সপ্তপর্ণী
বর্তমান | ০৫ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চা বাগান ঘেরা আলিপুরদুয়ারের মেয়ে সপ্তপর্ণী চক্রবর্তী। শখ ছিল বাইশ গজে ব্যাট হাতে ছক্কা হাঁকানোর। কিন্তু এলাকায় মেয়েদের ক্রিকেট শেখার মতো পরিকাঠামো না থাকায় ক্যারাটেতে নাম লেখান তিনি। চা বাগানের মেয়েদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে দশভূজা তৈরির পাশাপাশি পুলিসের মহিলা বাহিনী উইনার্স টিমকেও শেখাচ্ছেন ক্যারেটের মারপ্যাঁচ। এবার এশিয়ান ক্যারাটে ফেডারেশনের জাজ পরীক্ষায় পাশ করে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপের বিচারক হলেন সপ্তপর্ণী। বর্তমানে তিনি সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপের বিচারক হিসেবে শ্রীলঙ্কায় রয়েছেন।উত্তরবঙ্গ তো বটেই, রাজ্য থেকে কাতা ও কুমিতে বিভাগে আন্তর্জাতিক মহিলা বিচারক হিসেবে যোগ্যতা অর্জন করেছেন সপ্তপর্ণী। উত্তরবঙ্গের মধ্যে কেউ এর আগে একেএফ পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। সপ্তপর্ণী প্রথম এশিয়ান ক্যারাটে ফেডারেশনের পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ২-৪ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় একেএফ জাজ ও কোচ সেমিনার সহ বহু পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানেই আলিপুরদুয়ারের থেকে যাওয়া সপ্তপর্ণীর পরীক্ষা নেন একেএফ ফেডারেশনের আধিকারিকরা। কুমিতে এবং কাতার বিচারকের পরীক্ষায় সপ্তপর্ণী উত্তীর্ণ হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সেখান থেকে বিচারকের লাইসেন্স পাওয়ার অর্থ, এবার তিনি জাতীয় এবং এশিয়ান যেকোনও ক্যারাটে প্রতিযোগিতায় জাজ হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করতে সক্ষম।