• টেকঅফের আগেই কলকাতা-ব্যাঙ্কক বিমানে যান্ত্রিক ত্রুটি
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • টেকঅফের আগেই যান্ত্রিক ত্রুটি। তড়িঘড়ি বাতিল করা হল উড়ানের যাত্রা। বিকল্প বিমানে যাত্রীদের পাঠানো হল গন্তব্যে। ঘটনাটি কলকাতা বিমানবন্দরের। শুক্রবার রাতে থাই লায়ন সংস্থার কলকাতা থেকে ব্যাঙ্ককগামী একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। টেকঅফের আগেই যাত্রিবাহী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমান সংস্থা আর কোনও ঝুঁকি নেয়নি।

    সূত্রের খবর, বিমান সংস্থা যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে একটি হোটেলে রাখার ব্যবস্থা করে। শনিবার দুপুরে যাত্রীদের অন্য একটি বিমানে ব্যাঙ্ককে পাঠানো হয়। বিমান সংস্থা সূত্রে খবর, বিমানটির ফ্ল্যাপ বিকল হয়ে গিয়েছিল। সেই কারণে বিমানটি টেকঅফ করেনি। শুক্রবার রাত ২টো ৩৫ মিনিটে এসএল২৪৩ ফ্লাইটটির কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল। যাত্রীরা উঠেও পড়েন। বিমানটি ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু টেকঅফের আগেই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

    যাত্রীদের অভিযোগ, বিমানের ভিতরে এসি বন্ধ ছিল। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরেও যাত্রীরা ভিতরেই ছিলেন। এসি বন্ধ থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। অবশেষে ভোর সাড়ে ৫টা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। এর আগে গত ১২ জুন আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছিল পাইলট ও ক্রু সহ ২৪১ জন যাত্রীর। তারপর থেকে বিমানের নিরাপত্তা প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। মাঝেমধ্যেই অবশ্য যান্ত্রিক ত্রুটির কারণে উড়ান বাতিলের খবর সামনে আসছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)