• পুলিশকর্মীদের চিকিৎসায় পথ দেখাচ্ছে পুলিশ ওয়েলফেয়ার কমিটি
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • ময়ূরাক্ষী দাস

    মেডিক্যাল সেল তৈরি করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা পুলিশকর্মী, সহকারী পুলিশকর্মী এবং অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের ও তাঁদের পরিবারকে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সাহায্য করছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। মেডিক্যাল সেলের যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালে। পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউতের কাছে জেলা থেকে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রায়শই সাহায্য চেয়ে অনেক পুলিশকর্মীই ফোন করতেন।

    কারণ কলকাতায় এসে চিকিৎসা করানোর জন্য কোথায় যাবেন, কোন হাসপাতালে সিট পাবেন, স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করবেন, এইসব সম্পর্কে সম্যক ধারণা থাকে না জেলা থেকে আসা অনেক পুলিশকর্মীরই। শুধু পুলিশ কর্মী নন অনেক সাধারণ মানুষও জেলা থেকে কলকাতায় এসে ঠিক বুঝতে পারেন না চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোথায় গেলে কি ধরনের পরিষেবা পাওয়া যাবে। এই বিষয়গুলিকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির অধীনে গড়ে তোলা হয় মেডিক্যাল সেল।

    যেখানে ১০ জন কর্মী ২৪ ঘন্টা ৩৬৫ দিন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পুলিশকর্মীদের সহায়তা করেন। শুধু পুলিশকর্মীই নয়, সহযোগী পুলিশকর্মী, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী এবং তাঁদের পরিবার এই সুবিধা পেয়ে থাকেন। শুধু তাই নয়, সহজেই যাতে মেডিক্যাল সেলের সঙ্গে যোগাযোগ করা যায় তাই জন্য চালু রয়েছে একটি হেলপ্লাইন নম্বর ৯১৪৭৮৯০৪০১। এই হেল্পলাইনে ফোন করলেই মেডিক্যাল সেলের কর্মীরা হাসপাতালে ভর্তি থেকে শুরু করে চিকিৎসার বন্দোবস্ত করা, বা বিশেষ কোনও চিকিৎসককে দেখানো, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা কোথায় স্বল্পমূল্যে হয় তার ব্যবস্থা করা অথবা কলকাতায় চিকিৎসার জন্য আসা পুলিশ কর্মীদের পরিবারের সুলভ মূল্যে থাকার বন্দোবস্ত করা সব বিষয়েই সাহায্য করেন। এছাড়াও পুলিশ কর্মীরা যাতে সহজেই স্বাস্থ্যবীমার টাকা পেতে পারেন সেই বিষয়েও সাহায্য করে মেডিক্যাল সেল।

    ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি। এই কমিটি দীর্ঘদিন ধরেই পুলিশ কর্মীদের সুখ-সুবিধা, ন্যায্য দাবির বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করে চলেছে। তাই এই মেডিক্যাল সেল গঠন করে মূলত পুলিশকর্মীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে ওয়েলফেয়ার কমিটি। কমিটির তরফ থেকে জানা গিয়েছে, মেডিক্যাল সেলের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে একটি গাড়ির আবেদন জানানো হয়েছে। পূর্বে ভবানী ভবনের পুলিশ ওয়েলফেয়ার কমিটির অফিসেই এই মেডিক্যাল সেলের কাজ পরিচালনা করা হত। বর্তমানে নতুন অফিস পেয়েছে মেডিক্যাল সেল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)