• রেজিস্ট্রেশনে বাতিলে হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের ‘ডাক্তার’ পরিচয় প্রশ্নের মুখে। তাঁর বিরুদ্ধে ভুয়ো ডিগ্রী ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে। এই কারণে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে দুই বছরের জন্য তাঁর রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন শান্তনু সেন। তিনি মুখ বুজে এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি এসব মেনে নেবেন না। এই বিষয় যা করার তিনি তাই করবেন।

    চিকিৎসক শান্তনু সেন কেবল রাজ্যসভার প্রাক্তন সাংসদ নন, তিনি কলকাতা পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরও। আর জি করে ঘটনার সময়ে দলের পক্ষ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। এরপর থেকে তাঁর নিজের পেশা অর্থাৎ ডাক্তারই তাঁর একমাত্র পরিচয়। কিন্তু এবার সেই পেশা নিয়েও টানাটানি শুরু হয়েছে। তবে দলে সাসপেন্ড হলেও তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পে যুক্ত ছিলেন।

    শান্তনু সেন প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি চুপ করে বসে থাকবেন না। এই চক্রান্তের বিরুদ্ধে আইনি পরামর্শ নেবেন। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে তিনি বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ভুয়ো ডিগ্রী ব্যবহার করে দিনের পর দিন রোগী দেখেছেন। মূলত রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ডিগ্রি তিনি ব্যবহার করছিলেন। কাউন্সিলের পক্ষ থেকে প্রথমে তাঁকে নোটিশ পাঠানো হয়।

    এরপরই সম্প্রতি তাঁকে তলবের পর তাঁর ডাক্তারি রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিলের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। এই সিদ্ধান্তের পর ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক শান্তনু সেন। তাঁর বক্তব্য, তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক শান্তনু সেন ‘এফআরসিপি’ ডিগ্রির বিষয় কোনও কিছু কাউন্সিলকে জানাননি। তাঁরা গ্লাসগোতে এই সাম্মানিক ডিগ্রির বিষয় জানতে মেল করেছিলেন। সেই মেলের কোনও উত্তর আসেনি। তাই তাঁর ডাক্তারি প্র্যাকটিসের পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)