• আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • বহুদিন ধরেই সবুজ অ্যানাকোন্ডার খোঁজ করছিল আলিপুর চিড়িয়াখানা। আকারে হলুদ অ্যানাকোন্ডার চেয়ে অনেকটাই বড়ো। কিন্তু কোথাও খোঁজ মিলছিল না। বিদেশেও খোঁজ করা হয়েছিল। অবশেষে জানা যায় ভারতেই মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে পাওয়া যাবে সবুজ অ্যানাকোন্ডা। কিন্তু খুব সহজে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষ এর নাগাল পায়নি। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক প্রথমেই তাঁদের না করে দিয়েছিল। কিন্তু হাল ছাড়েনি আলিপুর চিড়িয়াখানা। শেষ পর্যন্ত সবুজ অ্যানাকোন্ডা দিতে তাঁরা রাজি হয়। আগামী সপ্তাহেই চিড়িয়াখানার পক্ষ থেকে চেন্নাই যাবে একটি টিম। কেন্দ্রীয় জু অথরিটির পক্ষ থেকে ছাড়পত্র মিলেছে।

    জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানা এর আগে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে হলুদ অ্যানাকোন্ডাও নিয়ে এসেছিল। অনেক কাঠ খড় পোড়ানোর পর এবার আসছে সবুজ অ্যানাকোন্ডা। নতুন অতিথিকে আনতে সামনের সপ্তাহেই চেন্নাই যাচ্ছে চিড়িয়াখানার একটি টিম। অতিথি আপ্যায়নের সব প্রস্তুতি করে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবুজ অ্যানাকোন্ডা রাখার জন্য ঘর তৈরি করে রেখেছে। সেটিকে আরও ঠিকঠাক করা হচ্ছে। কেবল অতিথিদের আসার অপেক্ষা। সূত্রের খবর, মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চারটি সবুজ অ্যানাকোন্ডার শাবক আসবে। তবে সেগুলোকে একেবারে আনা হচ্ছে না। এর বিনিময়ে আলিপুর চিড়িয়ানা তাঁদের দিচ্ছে শাঁখামুটি সাপ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)