• ১৪৪-তম বছরে পা ট্রয় ট্রেনের, জন্মদিবস উদ্‌যা‌পন সুকনা স্টেশনে
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • দার্জিলিঙে পর্যটকদের কাছে মূল আকর্ষণ ট্রয় ট্রেন। পাহাড়ের বাঁক দিয়ে নিজের গতিতে এই ট্রেন এগিয়ে চলে। আর ভিতরে থাকা যাত্রীরা অনুভব করেন পাহাড়ি সৌন্দর্যের এক অনন্য রূপ। এই পাহাড়ি-যান এবার পৌঁছে গিয়েছে ১৪৪তম জন্মবার্ষিকীতে। সেই উপলক্ষে দার্জিলিং হিমালয়ান রেল এই বছর ট্রয় ট্রেনের জন্মদিন উদ্‌যাপন করেছে।

    ট্রয় ট্রেনের জন্মদিন নানা অনুষ্ঠান সহযোগে উদ্‌যাপিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। জন্মদিনের জন্য অনুষ্ঠান এবং প্রতিযোগিতা সবকিছুর বিষয়বস্তু রাখা হয়েছে ‘ট্রয় ট্রেন’। দার্জিলিং হিমালয়ান রেল (ডিএইচআর) মনে করছে, আগামী দিনে এই ট্রয় ট্রেনই তাঁদের লক্ষ্মীলাভে সহায়ক হবে। পর্যটন ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। তাই বিশেষ কিছু ব্যবস্থাও তাঁরা নিতে চলেছেন যা ধীর ধীরে সামনে আসবে। বিশ্বের প্রতিটি ঘরে ট্রয় ট্রেনের নাম পৌঁছে যাবে।

    মূলত, ১৮৮১ সালের ৪ জুলাই প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিঙের উদ্দেশ্যে ট্রয় ট্রেন চলেছিল। তাই এই দিনটিকেই ট্রয় ট্রেনের জন্মদিন হিসেবে বেছে নিয়েছে রেল কর্তৃপক্ষ। শিলিগুড়ির কাছে সুকনা রেলস্টেশনে এই দিনটি ধুমধাম করে পালন করা হয়েছে। এই স্টেশনটি ব্রিটিশ আমলে তৈরি একটি স্টেশন। তাই ট্রয় ট্রেনের বিশেষ দিনে এই স্টেশনটিকেই বেছে নেওয়া হয়েছে। এদিন ‘বসে আঁকো প্রতিযোগিতা’, ‘পোস্টার মেকিং’, ‘চিত্র প্রদর্শনী’ প্রভৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বেশ কিছু খুদে স্কুল পড়ুয়া এইসব অনুষ্ঠানে যোগ দিয়েছিল।

    রেল কর্তৃপক্ষ, ট্রয় ট্রেনের উন্নতির জন্য আহমেদাবাদ, বেঙ্গালুরু অর্থাৎ বাইরে থেকে অত্যাধুনিক ইঞ্জিন আনার ব্যবস্থা করছে। পাশাপাশি স্টেশন, মিউজিয়াম এগুলিকে নতুন করে সাজানোর পরিকল্পনাও করা হয়েছে। তাঁরা আশাবাদী, ঘুম ফেস্টিভ্যালের মতো এই ‘ট্রয় ট্রেন
    ডে’-ও একদিন মানুষের মনে জায়গা করে নেবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)