• মেট্রো নিয়ে বার্তা মেয়রের
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জুলাই ২০২৫
  • বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্প বহুদিন ধরেই আটকে রয়েছে। অবশেষে এই প্রকল্প নিয়ে ফের নড়াচড়া শুরু হল। এই বিষয়টি ঘিরে শুক্রবার কলকাতা পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা, কেএমডিএ, পূর্ত দপ্তর, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ও ব্যারাকপুরের প্রতিনিধিরা।

    বৈঠকের পরে মেয়র জানান, সমস্যার মূল কারণ পলতা থেকে টালা পর্যন্ত থাকা পানীয় জলের পাইপলাইন। এই পাইপলাইন ভেঙে গেলে গোটা কলকাতায় জল সরবরাহে বড় বিপর্যয় দেখা দিতে পারে। ফিরহাদ হাকিম বলেন, ‘মানুষ বাসে একটু কষ্ট করে যাতায়াত করতে পারবে, কিন্তু জল না থাকলে চলবে না। তাই জল সরবরাহের কোনও সমস্যা যেন না হয়, সেটা মাথায় রেখেই কাজ করতে বলেছি মেট্রো কর্তৃপক্ষকে।’

    তিনি আরও জানান, এটি এখনও প্রাথমিক পর্যায়ের বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন এই প্রকল্পের পরিকল্পনা হয়েছিল। মেট্রো রেলের আধিকারিকেরা আশ্বাস দিয়েছেন, কোথায় কোথায় সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী ধাপে পুরসভার সঙ্গে ফের বৈঠকে বসা হবে। সব পক্ষ মিলেই সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা চলছে বলে জানান মেয়র।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)