ফেসবুকে মোদি-শাহের সঙ্গে ছবি! ফের বিজেপির পথে কৃষ্ণ কল্যাণী?
প্রতিদিন | ০৫ জুলাই ২০২৫
শংকরকুমার রায়, রায়গঞ্জ: ছাব্বিশের আগে বঙ্গ রাজনীতিতে ফের দলবদলের চোরাস্রোত? তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বিজেপির পথে? সোশাল মিডিয়ার এক প্রোফাইল ঘিরে জোর জল্পনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রায়গঞ্জের বিধায়ক।
সম্প্রতি কৃষ্ণ কল্যাণীর একটি প্রোফাইল ভাইরাল হয়। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিধায়কের ছবি রয়েছে। সঙ্গে লেখা ‘আমার পরিবার-বিজেপির পরিবার’। এই প্রোফাইল নিয়েই জটিলতা দানা বাঁধে। জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। তবে কি ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন কৃষ্ণ কল্যাণী?
এই জল্পনা উড়িয়ে বিধায়ক জানান, এই প্রোফাইলটি ফেক। কুৎসা রটানো হচ্ছে। বিষয়টি নিয়ে রায়গঞ্জ জেলার পুলিশ সুপারকেও জানিয়েছেন। পাশাপাশি সাইবার থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা, কী উদ্দেশে এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে। বিরোধী শিবির, বিজেপির যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন কৃষ্ণ। তার পর তিনি তৃণমূলে যোগ দেন। লোকসভায় ভোটে তৃণমূলের টিকিটে প্রার্থী হন। কিন্তু জিততে পারেননি। এরপর উপনির্বাচনে ফের রায়গঞ্জের বিধায়ক হন। এবার তাঁর ‘ফেক প্রোফাইল’ ঘিরে জল্পনা ছড়াল।