ঠিক যেন সিনেমা! ঠাকুরের ছবির পিছনে লুকিয়ে গাজা পাচার, রামপুরহাটে গ্রেপ্তার ৩
প্রতিদিন | ০৫ জুলাই ২০২৫
নন্দন দত্ত, সিউড়ি: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য! ঠাকুরের ছবির পিছনে গাজা পাচারের সময় রামপুরহাটে ধৃত তিন দুষ্কৃতী। তাঁদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা ও একজন বহিরাগত। এই গাজা ভিনরাজ্যে পাচারের ছক ছিল বলে অনুমান পুলিশের। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে সিউড়ি হয়ে ঝাড়খণ্ডগামী বাস থেকে তিন দুষ্কৃতী নামে। রামপুরহাট থানার পুলিশ পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। কী করে পাচার চলছিল? জানা গিয়েছে, ঠাকুরের ছবির পিছনে গাজা লুকিয়ে তা পাচারের ছক ছিল। কয়েকব্যাগ ভর্তি ছবি উদ্ধার হয়েছে। বহরমপুর থেকে বীরভূমকে করিড়র করে পাচার করা হচ্ছে।
উল্লেখ্য, দিন কয়েক পরেই ঝাড়খণ্ডের দেওঘরে শ্রাবণী মেলা শুরু হবে। সেখানে অনেক সাধু সন্ত যান। তাঁদের অনেকেই গাজা সেবন করেন। সেখানেই এই গাজা হাতঘুরে পাচারের ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কত পরিমাণে গাজা উদ্ধার করা হয়েছে তা জানায়নি পুলিশ। বীরভূম পুলিশ সুপার আমনদীপ বলেন, “আমরা বহরমপুর থেকে ঝাড়খণ্ড রাস্তার উপর বিশেষ নজরদারি চালাচ্ছি। তিনজনকে রামপুরহাট থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ধৃতদের থেকে প্রচুর পরিমাণ গাজা উদ্ধার করা হয়েছে। “
কিছুদিন আগেই নলহাটি থানা এলাকায় ঝাড়খণ্ডের বাস থেকে প্রায় সাড়ে বাইশ কেজি গাজাস উদ্ধার করে পুলিশ। ঝাড়খণ্ডের বাসিন্দা নিয়াজ শেখকে গ্রেপ্তার করা হয়। সেই রেশ কাটতে না কাটতেই ঠিক ফ্লিমি কায়দায় গাজা পাচারের ছক বানচাল করল বীরভূম পুলিশ।