• 'জিসকা সাথ উসকা বিকাশ' রাজ্য সভাপতি হতেই শমীককে চেপে ধরল তৃণমূল
    হিন্দুস্তান টাইমস | ০৫ জুলাই ২০২৫
  • বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শমীক ভট্টাচার্য। দলকে চাঙা করতে নানা জ্বালাময়ী ভাষণও দিয়েছেন। সেই সঙ্গেই তাঁর একটি মন্তব্যকে ঘিরে ইতিমধ্য়েই নানা চর্চা শুরু হয়েছে। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার নেমে পড়ল তৃণমূল।

    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। যেখানে বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর একটি বক্তব্যকে সামনে আনা হয়েছে। সেই পোস্ট অনুসারে জানা গিয়েছে, সেখানে তিনি সংবাদ মাধ্য়মের সামনে বলছেন, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও সেকথাই বলছি। মুসলমানরা যদি মনে করে থাকেন তাদের ভোট ছাড়া পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না তাহলে তাঁরা ভুল ভাবছেন। তাদের আমাদের ভোট দেওয়ার দরকার নেই। দেবেন না আমাদের ভোট। তারপরেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। তাদের ভোট বাদ দিয়েই আসবে।( তৃণমূলের তরফ থেকে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে সেখানে শমীক ভট্টাচার্যকে একথাই বলতে শোনা গিয়েছে।

    তৃণমূলের এক্স হ্যান্ডেলে, সবকা সাথ সবকা বিকাশ লিখেও কেটে দিয়ে লেখা হয়েছে, জিসকা সাথ উসকা বিকাশ। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে নিয়োগ পাওয়ার পরেই শমীক ভট্টাচার্য প্রকাশ্যে ঘোষণা করছেন বিজেপির সংখ্যালঘু ভোটের দরকার নেই। এটা সংবিধানে যে সেকুলার মূল্যবোধের কথা উল্লেখ করা হয়েছে তার বিরুদ্ধে একটি খোলাখুলি প্রত্যাখান। ভারতের একটি গোটা অংশের জনতাকে আলাদা করা ধর্মের ভিত্তিতে সেটা মেরুকরণ, বিভাজন ও পুরোপুরি অগণতান্ত্রিক। এই ধরনের ঘৃণাসূচক বিষয়ের কোনও স্থান নেই বাংলায়। লিখেছে তৃণমূল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)