যন্ত্র খারাপ, বাইরে থেকে রক্ত পরীক্ষার অভিযোগের তদন্ত
আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
প্রয়োজন রক্তপরীক্ষার। কিন্তু সরকারি হাসপাতালে তা করানোর উপায় নেই। বদলে ওই হাসপাতাল চত্বরেই ঘুরে বেড়ানো বেসরকারি পরীক্ষাগারের কর্মীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। এমনই অনিয়মের অভিযোগ উঠেছে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর। শুক্রবারও পানিহাটির ওই হাসপাতালে জেলা স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিক ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারেরা গিয়ে তদন্ত করেছেন।
যদিও বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি হাসপাতালের সুপার শুভদীপ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, প্রায় আট মাস ধরে ওই হাসপাতালের প্যাথলজি বিভাগে রক্তপরীক্ষার যন্ত্র কাপড় দিয়ে ঢাকা অবস্থায় পড়ে রয়েছে। রোগীদের অভিযোগ, কর্মীরা জানাচ্ছেন যে যন্ত্র খারাপ। যার ফলে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। বহির্বিভাগে দেখানোর পরে চিকিৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দিলেই, তাঁদের বেসরকারি পরীক্ষাগারের কর্মীদের খপ্পরে পড়তে হচ্ছে বলে অভিযোগ। কখনও আবার রোগীদের সঙ্গে ওই কর্মীদের পরিচয় করিয়ে দিচ্ছেন হাসপাতালের লোকজনই। কারও ক্ষেত্রে দুই-তিন হাজার বা তারও বেশি টাকারও পরীক্ষা করতে হচ্ছে।
সরকারি হাসপাতালে রক্তপরীক্ষা করার মতো জরুরি যন্ত্র খারাপ হয়ে পড়ে থাকলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা গোপাল দাস। তাঁর কথায়, ‘‘আট মাস ধরে যন্ত্র খারাপ জেনেও সরকার কিছু করছে না, এটা অবিশ্বাস্য। নেপথ্যে নিশ্চয় কোনও রহস্য আছে। তাই তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি।’’ উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্তের কথায়, ‘‘অনিয়মের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে কিছু তথ্যপ্রমাণও মিলেছে। তাতে এই উচ্চপদস্থ কর্মীদের একাংশও জড়িত বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু এখনই বলা যাবে না।’’