• সিদ্দিকুল্লার উপর হামলায় বিরক্ত মমতা! গ্রন্থাগারমন্ত্রীর দল ছাড়ার হুমকিতে নড়েচড়ে বসল তৃণমূল, ফোন ববির
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • নিজের বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার হামলার মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত বলে শুক্রবার জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম।

    হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন সিদ্দিকুল্লা। শুধু তা-ই নয়, পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছিলেন তিনি। দিয়েছিলেন দল ছাড়ার হুঁশিয়ারিও। মন্ত্রী জানিয়ে ছিলেন, দল এবং প্রশাসন যদি হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। এর পরেই কার্যত নড়েচড়ে বসে তৃণমূল। তাঁকে দলের তরফে ফিরহাদ একাধিক বার ফোনও করেছেন। সে কথা শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন।

    ফিরহাদ বলেন, ‘‘আমরা খুব কড়া পদক্ষেপ করব। জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন! কোনও লোক দলের মধ্যে থেকে এ রকম ব্যবহার করতে পারবেন না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। গুন্ডামি বরদাস্ত করা হবে না। সহনশীলতা থাকতে হবে। মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে। তবেই সে জনপ্রতিনিধি। তবে সে দল করতে পারবে। যেটা ঘটেছে, সেটা গুন্ডামি। তৃণমূল এগুলো সহ্য করবে না।’’

    প্রসঙ্গত, সিদ্দিকুল্লার উপর হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক দু’জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজত এবং বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (আনন্দবাজার)