• দু’টি স্কুলের গ্রন্থাগারিক এক জন! নির্দেশে বিতর্ক
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • তিনি হিন্দু স্কুলের গ্রন্থাগারিক। এর পাশাপাশি, এ বার তাঁকে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলেও গ্রন্থাগারিকের কাজ করতে হবে। স্কুলশিক্ষা দফতরের এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে সরকারি স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী, গ্রন্থাগারিক নিয়োগ না হওয়ায় পরিস্থিতি এমন যে, এক জন গ্রন্থাগারিককে দু’টি স্কুল সামলাতে হচ্ছে।

    শিক্ষা দফতর জানিয়েছে, জিষ্ণু ভট্টাচার্য নামে ওই গ্রন্থাগারিক সোম, মঙ্গল এবং বুধবার কাজ করবেন তাঁর স্কুলে। বৃহস্পতি, শুক্র ও শনিবার তাঁকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করতে হবে।

    ‘পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, ২০১৪-’১৫ সালে গ্রন্থাগারিকের ১৪টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তবে, নিয়োগ হয় ছ’টি স্কুলে। সেগুলি হল হিন্দু, হেয়ার, বেথুন, সাখাওয়াত মেমোরিয়াল, বারাসত গভর্নমেন্ট এবং কোচবিহারের জেনকিন্স স্কুল। সৌগত বলেন, ‘‘এই পরিস্থিতি সামলাতে এখন হিন্দু স্কুলের গ্রন্থাগারিককে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে যেতে হচ্ছে। কিন্তু এটা কি সুষ্ঠু সমাধান হল?’’

    হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বলেন, ‘‘ওই গ্রন্থাগারিক পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ইংরেজিও পড়াতেন। কারণ, আমাদের স্কুলে ইংরেজি শিক্ষকের অভাব। এখন তিনি তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে থাকলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ইংরেজি কে পড়াবেন? আর বৃহস্পতি, শুক্র ও শনিবার কি আমাদের গ্রন্থাগার বন্ধ থাকবে?’’

    শিক্ষা দফতরের এক কর্তা অবশ্য বলেন, ‘‘গ্রন্থাগারিক না থাকায় বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের পড়ুয়াদের সমস্যা হচ্ছিল। আম
  • Link to this news (আনন্দবাজার)