• র জালনোট-সহ বারাসতের যুবক গ্রেফতার হাওড়া সিটি পুলিশের হাতে! পাচারচক্রে ধৃতের সংখ্যা বাড়ছে
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • জালনোট পাচারচক্রে জড়িত সন্দেহে ধৃত এক যুবক। গ্রেফতারির সংখ্যা বেড়ে হল তিন। এ বার উত্তর ২৪ পরগনার বারাসত থেকে এক জনকে পাকড়াও করেছে হাওড়া সিটি পুলিশ। ধৃতের নাম রাহুল বিশ্বাস। দত্তপুকুরের ওই বাসিন্দার কাছ থেকে এক লক্ষ ৮৬ হাজার টাকার নকল নোট উদ্ধার হয়েছে বলে খবর।

    গত দু’দিন ধরে জালনোট পাচারকারীদের সন্ধানে অভিযান চালাচ্ছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। গত বৃহস্পতিবার রাতে জালনোট পাচারকারী সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়। জগাছা থানার গড়ফা থেকে ৩১ বছরের জসিমউদ্দীন লস্কর ওরফে রকিকে প্রথম ধরা হয়েছিল। জানা যায়, জালনোট হাত বদলে তাঁর হাতে এসেছিল। ধৃতের কাছ থেকে আট হাজার টাকার জালনোট উদ্ধার হয়।

    ধৃতকে জেরা করে লিলুয়া থানার কোনা বাসস্ট্যান্ডে হানা দেন গোয়েন্দারা। সেখান থেকে গ্রেফতার করা হয় ৩০ বছরের রামিজ রাজা লস্কর ভিকিকে। তাঁর পকেট থেকে উদ্ধার হয় পাঁচ হাজার টাকার জালনোট। তার পর শনিবার দত্তপুকুরের যুবককে ধরল পুলিশ। সন্দেহ করা হচ্ছে, আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে তিন জনের যোগ রয়েছে।

    শনিবার হাওড়া সিটি পুলিশের ডিসিপি ডিডি বিশ্বজিৎ মাহাতো বলেন, ‘‘ধৃতেরা আন্তঃরাজ্য জালনোট পাচারচক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আজ (শনিবার) ধৃত দু’জনকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।’’ ডিসিপি ডিডি জানান, কোথা থেকে এই জালনোট আসছে, কোথায় সেগুলো ছাপানো হয়, এই সব তথ্য জানার চেষ্টা চলছে।
  • Link to this news (আনন্দবাজার)