রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল কবে বেরোবে, তা নিয়ে এখনও দিশা দেখাতে পারল না জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সংগঠনের (আপাই) প্রি-কাউন্সেলিং মেলায় এসে বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের পরিকল্পনা ছিল ৫ জুন ফল প্রকাশ করার। বোর্ড সেই মতো প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু, তারই মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড শুধু পরীক্ষা নেয়। যে আইনবলে বোর্ড পরিচালিত হয়, সেখানে সংরক্ষণের বিষয়টি বোর্ডের এক্তিয়ারে পড়ে না। অর্থাৎ, কোন সংরক্ষণ সূত্র মানা হবে, তা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই। যেমন নির্দেশ আসবে, সে ভাবে ফল প্রকাশ করা হবে। পদ্ধতিগত দিক থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’’
সাধারণত, জয়েন্টের ফল বেরোনোর পরে এই প্রি-কাউন্সেলিং মেলা হয়। কিন্তু এ বার আগেই তা অনুষ্ঠিত হল। এ দিন মেলায় বিভিন্ন কলেজের স্টলে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ছাড়া নজরকাড়া ভিড় চোখে পড়েনি। অনেক অভিভাবক জানাচ্ছেন, জয়েন্টের ফল বেরোতে বিলম্ব দেখে অনেক পড়ুয়া দক্ষিণ ভারতে বা অন্য রাজ্যে চলে যাচ্ছেন। অনেকেরই আশঙ্কা, ফল প্রকাশে যত দেরি হবে, তত এই প্রবণতা বাড়বে। যদিও ‘আপাই’-এর সাধারণ সম্পাদক সত্যম রায়চৌধুরী বলেন, ‘‘প্রতি বছর পশ্চিমবঙ্গ থেকে অনেকে অন্য রাজ্যে পড়তে যান। ভিন্ রাজ্য থেকেও এই রাজ্যে অনেকে পড়তে আসেন। আশা করছি, চলতি মাসেই ফল প্রকাশ হবে। কাউন্সেলিংও দ্রুত শেষ করা যাবে। অগস্ট থেকে ক্লাস শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।’’