• ‘খেলনা গাড়ি’-তে দুর্ঘটনা চলছেই, আবার দার্জিলিঙে বেলাইন টয় ট্রেন! ঘটনাস্থল সেই রংটং
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • আবার লাইনচ্যুত টয় ট্রেন। আবার সেই রংটং। আবার প্রশ্নের মুখে টয় ট্রেনে যাত্রী নিরাপত্তা। এই নিয়ে চলতি সপ্তাহেই দু’বার এমন দুর্ঘটনা হল দার্জিলিঙে।

    শনিবার শিলিগুড়ি এনজেপি স্টেশনের টয় ট্রেন লোকশেড থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল একটি টয় ট্রেন। পর্যটক বোঝাই টয় ট্রেনটি শুকনা হয়ে দার্জিলিং যাবার পথে ৫৫ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রংটং এর কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলকর্মীরা। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত টয় ট্রেনটিকে লাইনে তোলা হয়। আবার যাত্রা শুরু করে হেরিটেজ টয় ট্রেনটি। যদিও পর পর এমন ঘটনার পর্যটকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যাত্রীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। কিন্তু এ নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে কোনও বিবৃতি মেলেনি। জানা যাচ্ছে, দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছেন রেলের উচ্চ আধিকারিকেরা।

    শুক্রবার টয় ট্রেনের ১৪৪তম জন্মদিন পালিত হয়েছে। সে দিনও দুর্ঘটনার কবলে পড়ে একটি টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, শুক্রবার একটি লরি বেপরোয়া গতিতে চলছিল।

    নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডওয়ালে। তার খণ্ডাংশ গিয়ে পড়ে টয় ট্রেনের লাইনে। ঠিক ওই সময়ে ওই লাইন দিয়ে পর্যটকদের নিয়ে একটি টয় ট্রেন দার্জিলিঙের দিকে যাচ্ছিল। চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান সকলে। লাইনের উপর গার্ডওয়াল ভেঙে পড়ে থাকায় চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ভাঙা গার্ডওয়ালটি লাইনের উপর থেকে সরানো হয়। প্রায় আধ ঘণ্টা পর আবার যাত্রা শুরু করে টয় ট্রেনটি। তবে শনিবারের ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (আনন্দবাজার)