মোহনবাগানে ফিরলেন কিয়ান, ডার্বিতে হ্যাটট্রিক করা জামশিদ-পুত্রকে তিন বছরের জন্য সই করাল সবুজ-মেরুন
আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
এক বছর পর আবার মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। চেন্নাইয়িন এফসি-তে এক বছর কাটিয়ে সবুজ-মেরুনে যোগ দিলেন তিনি। চেন্নাইয়িনে খেলার সেরকম সুযোগ পাচ্ছিলেন না বলেই মোহনবাগানে ফিরেছেন বলে জানা গিয়েছে। পুরনো ক্লাবে ফিরে আপ্লুত জামশিদ নাসিরির ছেলে।
২০১৯-এ মোহনবাগানের আই লিগ জয়ী দলে ছিলেন কিয়ান। ২০২২-এর আইএসএলে কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ওই ম্যাচের পর সবুজ-মেরুন জনতার হৃদয়ে আলাদা জায়গা করে নেন। আরও বেশি খেলার সুযোগ পাওয়ার লক্ষ্যে তিনি মোহনবাগানে যোগ দিয়েছেন।
চেন্নাইয়িনে ওয়েন কয়েলের পরিকল্পনায় থাকলেও নিয়মিত ম্যাচে সুযোগ পাচ্ছিলেন না। গত মরসুমে ১৫টি ম্যাচের মধ্যে মাত্র ছ’টি ম্যাচে প্রথম একাদশে ছিলেন। একটিও গোল করতে পারেননি। একটি অ্যাসিস্ট রয়েছে শুধু। তিনি নিজেই মোহনবাগানে ফিরতে চেয়ে যোগাযোগ করেছিলেন। মোহনবাগানও তাঁর অনুরোধ মেনে নিয়েছে।
শোনা গিয়েছে, চেন্নাইয়ে কিয়ান যে টাকা পেতেন তার থেকে কম টাকা পাবেন মোহনবাগানে। তবুও রাজি হয়ে গিয়েছেন তিনি। মোহনবাগানে সই করার পর কিয়ান বলেছেন, “ফের কলকাতায় ফিরে ভাল লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করব। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে।”