• বছরের পর বছর কাজ পাই না, কারও কোনও মাথাব্যথাই নেই! নাম না করে কাউকে কি বিঁধলেন শ্রীলেখা?
    আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
  • ফেডারেশন-পরিচালক কাজিয়ায় কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। এমনই অভিযোগ পরিচালক গিল্ডের সদস্যদের। নিজেদের কাজ বজায় রাখতে তাঁদের মধ্যে ১৩ জন পরিচালক হাই কোর্টের দ্বারস্থও হয়েছেন। এর জেরে তাঁদের কাজ পেতে আরও অসুবিধা হচ্ছে, এমনই দাবি তাঁদের। তেমনই এক অভিনেতা-পরিচালককে নাম না করে বিঁধলেন শ্রীলেখা মিত্র। আনন্দবাজার ডট কম এ ব্যাপারে জানতে চাওয়ায় তাঁর বক্তব্য, “আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই!”

    শ্রীলেখা আরও জানিয়েছেন, টলিউডে কাজ নেই। বাংলায় তাই তাঁর থাকারও ইচ্ছে নেই। মুম্বইয়ে থাকা প্রচণ্ড খরচসাপেক্ষ। তাই ওখানেও থিতু হতে পারছেন না।

    পরিচালক-অভিনেত্রীর সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়ানগর’ দর্শক প্রশংসিত। “সঠিক প্রচার, সিনেমা হলে সঠিক সময় পেলে ওই ছবি আরও ভাল ফল করত। আমার হয়ে বলবেন কে?” শ্রীলেখার মতে, তাঁকে নিয়ে টলিউডের আপত্তি বা সমস্যা আজকের নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ে বাংলায় ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ দিয়েছিলেন তিনি। নাম করেছিলেন কিছু বিনোদন দুনিয়ার কিছু ‘রাঘব বোয়াল’-এর। তার পর থেকেই বিপর্যয় শুরু। পরিচালক-অভিনেত্রীর কাজ কমতে কমতে তলানিতে ঠেকে।

    সেই সমস্যা আরও বাড়ে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ জানানোর ফলে। শ্রীলেখার কথায়, “রাজ্য সরকার-বিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করব। কোনও প্রযোজক পাচ্ছি না!” অথচ মুম্বই গিয়ে সম্প্রতি সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করলেন। বলিউড তাঁকে যথেষ্ট সম্মান দেখিয়েছে।

    তা হলে কি নিজেকে বদলানোর কথা ভাবছেন তিনি? “একটুও না। যেমন আছি তেমনই থাকব। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এ ভাবেই একদিন না একদিন ফিরব আমি। পরিচালনায়, অভিনয়েও”, সপাট বললেন শ্রীলেখা।
  • Link to this news (আনন্দবাজার)