জন্মদিনে বাধা পড়েছিল, শনিবারও তাই হল, এগোতে গিয়েও আটকে গেল দেশের এই চলমান হেরিটেজ...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবারও বাধা পড়ল। ফের লাইনচ্যুত হল দার্জিলিংয়ের ঐতিহ্যশালী টয় ট্রেনের চাকা। রঙটঙ-এর কাছে লাইনচ্যুত হয় ট্রেনের পিছনের বগির চাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত জোরকদমে চলছে ট্রেনটিকে লাইনে আবার তোলার কাজ।
গত মে মাসে এই রঙটঙেই বেলাইন হয়ে পড়ে গিয়েছিল টয় ট্রেনের ইঞ্জিন। যদিও এর জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ঐতিহ্যবাহী এই ট্রেন যাত্রার যাত্রীদের মন খারাপ। দেশ ছাড়াও বিদেশের বহু পর্যটক এই টয় ট্রেনে সফর করেন। এদিন ঘটনার পর কলকাতা থেকে দার্জিলিং বেড়াতে আসা পলি সাহা নামে এক পর্যটক জানান, অনেকদিন আগে থেকেই টয় ট্রেন চড়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু মাঝ রাস্তাতেই ট্রেন থমকে গেল। এখন কতটা সময় লাগবে কে জানে?
উল্লেখ্য, শুক্রবার ৪ জুলাই ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেনের জন্মদিন। সেই অনুষ্ঠান পালনের সময় জোড়বাংলা রোডে লাইনের উপর পড়ে ছিল কংক্রিটের গার্ড ওয়াল। সেই সময় লাইন ধরে এগিয়ে আসছিল টয় ট্রেন। চালকের নজরে আসতেই তিনি থামিয়ে দেন ট্রেন। এরপর রেলকর্মী ও পর্যটকরা হাতে হাত মিলিয়ে লাইন থেকে সরিয়ে দেন গার্ড ওয়ালের ভাঙা অংশ। স্বাভাবিক হয় পরিস্থিতি।