• 'আমরা অতিথি আপ্যায়ন ভালই করি', দমদমে প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গে মন্তব্য সায়ন্তিকার...
    আজকাল | ০৬ জুলাই ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: একুশে জুলাইয়ের আগেই দমদমে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গে বিধায়ক, অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি বললেন, 'তিনি প্রধানমন্ত্রী। আসতেই পারেন। আর আমরা অতিথি আপ্যায়ন ভালই করি। অতিথি আপ্যায়ন করব। আবার তিনি ফেরত চলে যাবেন। বাংলা বাংলার মতোই থাকবে। এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষ সুখী। সকলে ভাল আছেন। আরও ভাল থাকবেন। আজ প্রভু বাড়ি ফিরবে। অনেকদিন ধরেই মাহেশে আসার ইচ্ছা ছিল। এবারে সময় পেয়েছি তাই এলাম। প্রভু সবাইকে ভাল রাখুন, সুস্থ রাখুন।' 

    শনিবার উল্টোরথে শ্রীরামপুর মাহেশে এসে কসবা প্রসঙ্গেও মন্তব্য করলেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। তাঁর কথায়, স্থান, কাল, পাত্র দেখে এসব হয় না। এটা ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করে। এটা একটা সামাজিক ব্যাধি। 

    এদিন তাঁর বক্তব্য, 'কলেজ, হাসপাতাল, মন্দির এক্ষেত্রে কোনও বিষয় না। যে কোনও জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আসলে যারা এগুলো করে তারা মানসিক বিকারগ্রস্ত।' কসবা ল কলেজের ঘটনা প্রসঙ্গে সায়ন্তিকা আরও বলেন, 'এই ধরনের ঘটনা যে কোনও সময় যে কোনও জায়গায় ঘটতে পারে। কারণ এই ধরনের ঘটনাগুলি ব্যক্তি মানসিকতার উপর নির্ভর করছে। এটা একটা সামাজিক ব্যাধি। এটা স্থান, কাল, পাত্র দেখে কখনও ঘটে না। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাব, আমরা যে অপরাজিতা বিল পাস করেছি, সেটা তাড়াতাড়ি যদি রাষ্ট্রপতি পাস করে দেন, তাহলে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যাবে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে যাতে আমরা সর্বোচ্চ শাস্তি দিতে পারি। তবেই এই ধরনের অপরাধ মনে হয় কমবে।' 

    সায়ন্তিকা আরও বলেন, 'এটা মন্দির, হসপিটাল, স্কুল, কলেজ বলে নয়, একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এটা সামাজিক ব্যাধি। এই ধরনের ঘটনার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।' 

    ছবি: পার্থ রাহা 
  • Link to this news (আজকাল)