• মাসি বাড়িতে থাকলেন আট দিন, রথে চেপে শ্রীধামে ফিরলেন মাহেশের জগন্নাথ...
    আজকাল | ০৬ জুলাই ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: সকাল থেকে হাজার হাজার পূণ্যার্থীর ভিড়। মাহেশে জগন্নাথের এদিন ছিল পুনর্যাত্রা। মাসির বাড়িতে টানা আটদিন কাটিয়ে শনিবার নবম দিনে উল্টোরথে শ্রীধামে ফিরে এলেন জগন্নাথ দেব। 

    উল্টোরথ উপলক্ষে শনিবার সকাল থেকেই মাসির বাড়ির মন্দিরে শুরু হয় পুজোপাঠ। মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী জানিয়েছেন, এদিন সকাল থেকেই জগন্নাথ ভক্তদের দর্শন দেন। উল্টোরথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হল দক্ষিণ দিকে টান হয়। আর জগন্নাথ দেব দক্ষিণাকালী রূপে রথের উপর বিরাজ করেন। পুরাণ মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। 

    এদিন জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়। তাই সকাল থেকে ভক্তদের ঢল নামে মাসির বাড়িতে। বিকালে সুভদ্রা-বলরাম-জগন্নাথদেব পরপর রথে ওঠেন। তারপর টান পড়ে রথের রশিতে। হাজার হাজার ভক্তের সমবেত টানে গড়াতে শুরু করে রথের চাকা। নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রভু জগন্নাথ। এদিন এই উল্টোরথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা ছিল আঁটোসাটো। মন্দিরের গেটে বসানো হয়েছিল মেটাল ডিটেক্টর। প্রত্যেক পুণ্যার্থীকে পরীক্ষা করার পর মন্দির চত্ত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। জিটি রোডের সামনে থাকা মন্দিরের প্রবেশ পথেও মোতায়েন করা হয় সশস্ত্র পুলিশ। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)