'শমীক ভট্টাচার্য সিপিএম-এর জামানায় কোনও আন্দোলন করেছেন, কেউ দেখেছেন কখনও?', ফের বিস্ফোরক কল্যাণ...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
মিল্টন সেন, হুগলি: 'নতুন সভাপতি হয়েছেন। একটু স্বপ্নটপ্নও দেখছেন। ও আসলে কী করতে পারবে, না জেনেই ওকে সভাপতি করেছে। ওদের কোনওটাকেই পাতে দেওয়া যায় না। যেকটা আছে কেউ সভাপতি হওয়ার যোগ্য নয়।', শনিবার শ্রীরামপুর মাহেশে উল্টো রথযাত্রায় যোগ দিতে এসে নতুন বিজেপি রাজ্য সভাপতি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি।
এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রসঙ্গে কল্যাণ বলেছেন, 'এরা কোনও দিন রাজনৈতিক আন্দোলন করেনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর গণতন্ত্র ফিরে এসেছে। তারপর ওরা জাগতে শুরু করল। শমীক ভট্টাচার্য সিপিএম-এর জামানায় কোনও আন্দোলন করেছে? কেউ দেখেছেন কখনও! এরা সব সুখের পায়রা। মোদির নামে টিকে আছে। এদের মানুষের কাছে কোনও গ্রহনযোগ্যতা নেই। একবার একটা উপনির্বাচনে জিতেছিল। তারপর থেকে টানা সব নির্বাচনে হেরেছে। আর বিজেপি কাকে সভাপতি করবে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের উপরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছেন। সর্বোপরি মানুষ আমাদের সঙ্গে আছে। আর ওদের সঙ্গে আছে কেন্দ্রীয় সরকার। আছে ইডি, সিবিআই। আছে রাজ্যপাল, আছে কমিশন, আছে কিছু প্রতিষ্ঠানের লোকজন। আমাদের সঙ্গে মানুষ আছে। আগামী ২৬ এর নির্বাচনে মানুষের বিপুল সমর্থন নিয়েই আমরা জয়ী হব।'
এদিন উল্টো রথের দড়ি টানতে গিয়ে নাচলেন সাংসদ। আবার সাংসদ তহবিল থেকে দেওয়া অ্যাম্বুল্যান্স নিজেই চালিয়ে উদ্বোধন করলেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এদিন ছিলেন অন্য মেজাজে। এদিন শেওড়াফুলির নোনাডাঙা অ্যাথলেটিক ক্লাবকে দেওয়া অ্যাম্বুল্যান্স আজ উদ্বোধন করেন। অ্যাম্বুল্যান্স চালিয়ে বলেন, 'গাড়ি চালানো আমার প্যাশান। গত ২৫ বছর টানা গাড়ি চালিয়েছি। সাংসদ হওয়ার পর গাড়ি চালানো ছেড়ে দিয়েছি। সাঁতার, সাইকেল একবার শিখলে যেমন কেউ ভোলে না। তেমনই হল গাড়ি চালানো। ভীষণ ভাল গাড়ি চালাই আমি। এখন বুড়ো হয়ে গেছি তাই ভয় লাগে।'
এদিন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এসএসসি'র চাকরি হারারা। সেই প্রসঙ্গে কল্যাণ বলেন, 'শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে ভাল করেছেন। বিজেপির যারা মামলা করেছে, আগে তাদের বলুন মামলা তুলে নিতে। সিপিএম-এর সঙ্গে ওদের গভীর বন্ধুত্ব রয়েছে। সিপিএম-কেও বলুক মামলা তুলে নিতে তাহলেই সব হয়ে গেল।'