একসঙ্গে ওঠাবসা, লেখাপড়াও একই ক্লাসে, একদিন আচমকাই একসঙ্গে নিখোঁজ দুই ছাত্রী, সামনে এল ভয়ঙ্কর ঘটনা ...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানা এলাকার একটি নামি স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রীকে দিল্লির একটি নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেওয়ার চেষ্টা বানচাল করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। দিল্লি পুলিশ এবং সেখানকার একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে মুর্শিদাবাদে দুই নাবালিকাকে।
দুই নাবালিকাকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগের উত্তর ২৪ পরগনার বাসিন্দা বছর বাইশের এক যুবক গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদ জেলার বিশেষ পুলিশ দলের হাতে। উদ্ধার হওয়া দুই নাবালিকা এবং ধৃত যুবককে শনিবার দিল্লির একটি আদালতে 'ট্রানজিট রিমান্ডের' আবেদন করে পেশ করা হয়েছে। রবিবারের মধ্যেই তাদের মুর্শিদাবাদ জেলায় ফিরিয়ে আনা হবে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন জিয়াগঞ্জ শহরের একটি নামী স্কুলের দশম শ্রেণীর বছর ষোলোর দুই পড়ুয়া একসঙ্গে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। দুই ছাত্রীর বাড়ির লোক সারাদিন খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পাওয়া পেয়ে ওইদিন সন্ধ্যাবেলায় জিয়াগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ একটি অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। জিয়াগঞ্জ থানার এক আধিকারিক জানান, শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা জানতে পারি ওই দিন দুই ছাত্রী স্কুলে না গিয়ে স্থানীয় একটি পার্ক লন্ডন মিশন-এ গোপনে প্রবেশ করে। সেখানে জামাকাপড় পরিবর্তন করে আজিমগঞ্জ জংশন থেকে কাটোয়াগামী একটি ট্রেনে চেপে হাওড়া চলে যায়।
দুই ছাত্রীর হাওড়া চলে যাওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই জেলা পুলিশের 'স্পেশাল অপারেশন গ্রুপ' এবং 'সাইবার ক্রাইম' থানার আধিকারিকরা জিয়াগঞ্জ থানার আধিকারিকদের তদন্তে সহযোগিতা করতে শুরু করেন। আধিকারিকরা নিখোঁজ দুই ছাত্রীর ইন্সটাগ্রাম চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখে বুঝতে পারেন উত্তর চব্বিশ পরগনার এক যুবক তাদেরকে প্রলোভন দেখিয়ে দিল্লির একটি হোটেলে নিয়ে গিয়েছে। দিল্লির পাহাড়গঞ্জ থানা এলাকায় সেই হোটেলে মুর্শিদাবাদ পুলিশ অভিযান চালালেও নিখোঁজ দুই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয় কিছু তথ্যের ভিত্তিতে এবং দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সহযোগিতায় মুর্শিদাবাদ পুলিশ জানতে পারে পাহাড়গঞ্জ থানা এলাকার অন্য একটি হোটেলে দুই ছাত্রীকে গোপনে রাখা হয়েছে। স্থানীয় পুলিশকে নিয়ে সেই হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ পুলিশ জেলার দুটি বিশেষ দল।
শুক্রবার রাতে সেখান থেকেই দুই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণের অভিযোগে উত্তর ২৪ পরগনার বাসিন্দা আসগর আলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার দল।
পুলিশ সূত্রের খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন, আসগরের সঙ্গে সমাজমাধ্যমে ওই দুই ছাত্রীর পরিচয়। দুই ছাত্রীকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে সে দিল্লি নিয়ে গিয়েছিল। তার উদ্দেশ্য ছিল দিল্লির একটি নিষিদ্ধপল্লীতে তাদের বিক্রি করা। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার (লালবাগ) রাসপ্রীত সিং বলেন,' উদ্ধার হওয়া দুই ছাত্রীকে নিরাপদে জেলায় নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।'