কলকাতা থেকে ব্যাঙ্ককগামী উড়ানে টেকঅফের সময়েই ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি, বড় বিপদ থেকে রক্ষা...
আজকাল | ০৬ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি। উড়ানের ঠিক আগে যাত্রীভর্তি বিমানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আপাতত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিমান সংস্থার তরফে যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় ফের বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।
থাই লিয়ন সংস্থার SL243 বিমানটিতে টেকঅফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। শনিবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে থাইল্যান্ডের ব্যাঙ্কক রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ের দিকে ছুটতেও শুরু করে বিমানটি। ঠিক সেই সময়ই বিপত্তি দেখা দেয়।
জানা গেছে, শনিবার রাত ২টো ৩৫ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল এই আন্তর্জাতিক বিমানটির। নির্ধারিত সময়ের আগেই বিমানে যাত্রীদের তোলা হয়। বিমানটি নির্দিষ্ট সময়ে রানওয়ের দিকে ছুটতেও শুরু করে। কিন্তু বাঁক নিয়ে রানওয়েতে ওঠার মুখে আচমকা দাঁড়িয়ে যায় বিমানটি। বিমানটির ফ্ল্যাপ বিকল হয়ে যায় বলে খবর।
ওই ঘটনার পর প্রায় ঘণ্টা তিনেক যাত্রীদের বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছেন, বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছিল না। চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত শনিবার ভোর ৫.৩০ নাগাদ বিমান সংস্থার তরফে জানানো হয় যে, বিমানটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। বিমানটি উড়তে পারছে না। এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। আপাতত হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই বিমানটিতে মেরামতির কাজ চলবে। রবিবার ভোর ৪টে নাগাদ ওই বিমানে চাপিয়েই সকলকে ব্যাঙ্কক নিয়ে যাওয়া হবে বলে যাত্রীদের জানিয়েছে বিমান সংস্থা।