• ধুমধাম করে দুই হোম-কন্যার বিয়ে, খুশির আমেজ তিস্তাপাড়ে
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রবিবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সুজিত ও সোনালি। অন্যদিকে, ৯ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ঋজু-শ্রাবণী। জলপাইগুড়ি শহরের দু’টি হোমের দুই আবাসিক সোনালি ও শ্রাবণীর বিয়ে ঘিরে খুশির আমেজ এখন তিস্তাপাড়ে।পাত্র পছন্দ, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হোম থেকেই বিয়ে হচ্ছে তাঁদের। বিয়ের কেনাকাটা থেকে নেমন্তন্ন, ভুরিভোজের আয়োজন, সবটা সারতে গিয়ে হোম কর্তৃপক্ষের ব্যস্ততা এখন তুঙ্গে। জলপাইগুড়ি জেলা শিশুসুরক্ষা আধিকারিক সুদীপ ভদ্র বলেন, ‘হোমের দু’টি মেয়ের বিয়ে হচ্ছে। তারা নতুন পরিবার পাচ্ছে। এর চেয়ে খুশির খবর আমাদের কাছে কী হতে পারে!’উল্লেখ্য বিষয় হল, সোনালি ২০১৭ সাল থেকে জলপাইগুড়ির ‘নিজলয়’ হোমে রয়েছেন। এখন অবশ্য তিনি থাকেন ওই হোম চত্বরেই ১৮ বছরের ঊর্ধ্বের মেয়েদের থাকার আর একটি হোমে। পরিবারে কেউ নেই। হোমে থাকতে থাকতে তিনি পড়াশোনা শিখেছেন। জানেন হাতের কাজও। তাঁর বিয়ে হচ্ছে জলপাইগুড়ির কোণপাকরির বাসিন্দা চা বাগানের শ্রমিক সুজিত রায়ের সঙ্গে।অন্যদিকে, ৯ জুলাই ছাদনাতলায় বসতে চলা ‘অনুভব’ হোমের আবাসিক শ্রাবণীর বিয়ে হচ্ছে বেসরকারি সংস্থার কর্মী ঋজুর সঙ্গে। তাঁদের বিয়ে ঘিরেও ব্যস্ততা তুঙ্গে ‘অনুভব’ হোমে।  
  • Link to this news (বর্তমান)