• পিছনের বেঞ্চে বসে ছাত্রীকে ‘ব্যাড টাচ’, কুকথা! স্কুলে যৌন হেনস্তায় অভিযুক্ত সহপাঠী
    প্রতিদিন | ০৬ জুলাই ২০২৫
  • শান্তনু দাস, জলপাইগুড়ি: ক্লাসরুমেই অষ্টম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি! অভিযুক্ত সহপাঠী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি ইংরেজি মাধ্যম স্কুলে। ঘটনার কথা জেনেও পদক্ষেপ না করে উলটে চেপে দেওয়ার জন্য পরিবারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দারস্থ হয়েছেন ছাত্রীর পরিবার।

    ২৩ জুন ঘটনাটি ঘটেছে। শনিবার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর মা। জানান,ঘটনার দিন ক্লাসরুমে ছাত্রীর পিছনের বেঞ্চে বসেছিল ছাত্রটি। নির্যাতিতার মায়েক অভিযোগ, আপত্তিকর নানা কথা বলতে বলতে ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় অভিয়ুক্ত ছাত্র। প্রতিবাদ করলে ক্লাসরুমেই ভয় দেখায় বলেও দাবি। ঘটনার কথা ক্লাস টিচারকে জানায় ছাত্রী। কিন্তু তিনি গুরুত্ব দেননি। প্রিন্সিপালকে অভিযোগ করলে তিনিও বিষয়টিতে গুরুত্ব দেননি।” উলটে নানারকমের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। এরপর বিষয়টি চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে জানানোর পাশাপাশি পুলিশে অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার।

    ছাত্রীর মায়ের বক্তব্য, “আমরা ভেবেছিলাম ঘটনা জানার পর স্কুল কর্তৃপক্ষ হয়তো কড়া মনোভাব দেখাবে। কিন্তু উলটে আমার মেয়ে এবং আমার উপর চাপ সৃষ্টি করছিল। নানারকমের হুমকি দিচ্ছিল। বাধ্য হয়েই সিডব্লুসি এবং পুলিশের দারস্থ হই।” এব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ড: মান্না মুখোপাধ্যায় জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও আলাদা করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জলপাইগুড়ি র পুলিশ সুপার উমেশ খন্ড বহালে জানিয়েছেন।
  • Link to this news (প্রতিদিন)