• সল্টলেকে বন্ধ ঘর থেকে মিলল যুবকের দেহ, খুন নাকি অন্য কিছু?
    প্রতিদিন | ০৬ জুলাই ২০২৫
  • বিধান নস্কর, সল্টলেক: বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার হল যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। দেহে পচন ধরেছে। বেশ কয়েকদিন আগে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বিধাননগরের মহিষবাথান এলাকায়। মৃত ওই যুবকের নাম পলাশকান্তি মজুমদার (৩০)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার দমদম ক্যান্টনমেন্ট এলাকায়। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। কাজের সূত্রেই মহিষবাথান মাঝেরপাড়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। আজ, শনিবার সকাল থেকেই ওই এলাকার স্থানীয় বাসিন্দা পচা দুর্গন্ধ অনুভব করেন। অনুমান করা হয়, ওই ঘর থেকেই দুর্গন্ধ বার হচ্ছে। এরপরই স্থানীয়রা বিধাননগর ইলেকট্রনিক্স থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ওই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘরের ভিতরেই দেখা যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবক ঝুলছে।

    মৃতদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক গত সাত-আট ধরে ওই এলাকায় ভাড়া থাকছিলেন। তাঁর বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে কোনও অভিযোগও ছিল না। গত বেশ কয়েক দিন ধরে ওই যুবককে এলাকায় দেখা যাচ্ছিল না। ওই যুবক কি আত্মহত্যা করেছেন? নাকি অন্য কোনও ঘটনা? সেই প্রশ্ন উঠেছে। মৃতের পরিবারকে দুঃসংবাদ জানানো হয়েছে। মৃতের মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)