• তৃণমূল বিধায়কের নাম করে হুমকি ফোনের অভিযোগ, জগদীশপুরে আটক যুবক
    এই সময় | ০৬ জুলাই ২০২৫
  • বিধায়কের নাম করে কারখানার এক ঠিকা শ্রমিককে হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। শনিবার হাওড়ার লিলুয়ার জগদীশপুরের ঘটনা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছে বিজেপি। পাল্টা বিধানসভা নির্বাচনের আগে পরিকল্পিত চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ।

    সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে কারখানার ঠিকাদারের উদ্দেশে এক যুবককে বলতে শোনা যায়, ‘আমি বিধায়ক কল্যাণ ঘোষের অফিস থেকে বলছি। ভালোয় ভালোয় কারখানা ছেড়ে দিন, না হলে ভুগতে হবে’। বিধায়ক কল্যাণ ঘোষের নজরে আসে সেই ক্লিপ। এর পরেই পুলিশে অভিযোগ জানান তিনি। শুরু হয় তদন্ত।

    ঘটনার তদন্ত শুরু করে ডোমজুর থানা ও লিলুয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ডোমজুড়ের পাকুড়িয়ার একটি কারখানায় কাজ করতেন শান্তনু দাস নামে জগদীশপুরের এক যুবক। সম্প্রতি তাঁকে কারখানা থেকে ছাঁটাই করে দেওয়া হয়। সেই রাগেই ওই যুবক হুমকি দেন বলে অভিযোগ। এর পরেই শান্তনুকে আটক করে পুলিশ।

    এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ‘সামনে বিধানসভা নির্বাচন। তাই তৃণমূলকে বদনাম করার জন্য পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে।’ পাল্টা ডোমজুড়ে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ করেন বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওমপ্রকাশ সিংহ। তাঁর কথায়, ‘ডোমজুড়ে তোলাবাজি আর সিন্ডিকেট রাজ চলছে। কল্যাণ ঘোষকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে এর ফল বুঝবে তৃণমূল।’

  • Link to this news (এই সময়)