• শালবাড়ি-২ পঞ্চায়েতের বিরুদ্ধে জল প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: বিজেপি পরিচালিত তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলের প্রকল্প চালু করা হয়। সেই কাজের বরাত পেয়েছিলেন তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির বিজেপির এক সদস্যের স্বামী। কাজটি অত্যন্ত নিম্নমানের করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার তুফানগঞ্জ-২ বিডিও দপ্তরে তারা লিখিত অভিযোগ করেছে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়েছে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির ওই সদস্য। 

    তুফানগঞ্জ-২ বিডিও দালাকি লামা বলেন,  বিষয়টি খতিয়ে দেখা হবে। তৃণমূলের শালবাড়ি-২ অঞ্চল চেয়ারম্যান পরিমল কার্জি বলেন, সরকারি প্রকল্প তৈরি হলেও জল আয়রন যুক্ত হওয়ায়  খাওয়ার অযোগ্য। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রভাব খাটিয়ে দলেরই পঞ্চায়েত সমিতির  সদস্য পার্বতী দাসের স্বামীকে কাজের বরাত দিয়েছে। কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের। সাধারণ মানুষ জল খেতে পারছেন না। তদন্ত করে দেখার জন্য বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছি

    পঞ্চায়েত সমিতির সদস্য পার্বতী দাস বলেন, ওই প্রকল্পের বরাত পেয়েছিলেন আমার স্বামী নিরঞ্জন দাস। দুর্ঘটনায় আহত হয়ে স্বামী অসুস্থ থাকায় বাধ্য হয়ে আমাকে কাজটি দেখভাল করতে হয়েছে। কাজের মান ঠিকঠাক রয়েছে। কাটমানি না দেওয়ায় মিথ্যাচার করছে তৃণমূল।

    শালবাড়ি-২  গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন বাড়িয়া বলেন, স্বজনপোষণের অভিযোগ ভিত্তিহীন। নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে কাজটি দেওয়া হয়েছিল।
  • Link to this news (বর্তমান)