অবৈধ নির্মাণ নিয়ে নাগরিকদের অভিযোগ এবার পুরসভার অ্যাপে
বর্তমান | ০৬ জুলাই ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: অবৈধ নির্মাণ ও জঞ্জাল সাফাই নিয়ে নাগরিকদের অভিযোগ জানতে আলাদা অ্যাপ খুলবে শিলিগুড়ি পুরসভা। শনিবার পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে একথা বলেন মেয়র গৌতম দেব।
নাগরিকরা অনেকেই অবৈধ নির্মাণ ও অন্যান্য সমস্যা নিয়ে অভিযোগ জানিয়ে মেয়রকে চিঠি লেখেন। টক টু মেয়র অনুষ্ঠানে তাঁরা মেয়রকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে অভিযোগ করেন যে, কোনও ব্যবস্থা নেওয়া হয় না। তাতেই ধরা পড়ে নাগরিকদের অভিযোগ জানানো অনেক চিঠি মেয়রের কাছে পৌঁছচ্ছে না।
তাই অবৈধ নির্মাণের প্রতিটি লিখিত অভিযোগ সরাসরি মেয়রের কাছে পৌঁছনোর জন্য অ্যাপ খোলার সিদ্ধান্ত। মেয়র গৌতম দেব বলেন, কর্মী ও আধিকারিকরা কাজের চাপে হয়তো অনেক চিঠি সময়মতো আমার কাছে পৌঁছতে পারেন না। নাগরিকরা অনেক প্রত্যাশা নিয়ে চিঠি লেখেন। অবৈধ নির্মাণ নিয়ে নাগরিকদের প্রতিটি অভিযোগ যাতে আমার কাছে আসে, সেজন্য একটি নতুন অ্যাপ খোলা হবে। তাতে নাগরিকরা অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে জানতে পারব।
অবৈধ নির্মাণের পাশাপাশি জঞ্জাল সাফাই নিয়েও এধরনের অ্যাপ খোলার কথা এদিন জানান মেয়র। তিনি বলেন, অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবং শহরের জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। অবৈধ নির্মাণের বিষয়টি আমি দেখব। জঞ্জাল সাফাই নিয়ে নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানানোর আলাদা একটি অ্যাপ থাকবে। এর দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের মেয়র পরিষদ সদস্য মানিক দে। তিনি অ্যাপে নাগরিকদের অভিযোগ সরাসরি দেখে পদক্ষেপ করবেন।