তেহট্টে সিপিএম পঞ্চায়েত প্রধানকে ৭ লক্ষ ফেরতের নির্দেশ প্রশাসনের
বর্তমান | ০৬ জুলাই ২০২৫
সংবাদদাতা, তেহট্ট: সিপিএম পরিচালিত তেহট্ট-১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রায় সাত লক্ষ টাকা উদ্ধার করে তা ফেরৎ দেওয়ার নির্দেশ দিল ব্লক প্রশাসন। প্রধানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ লিখিতভাবে ব্লক প্রশাসন সহ বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সব পক্ষকে নিয়ে তেহট্ট-১ ব্লকে ম্যারাথন বৈঠক করেন বিডিও। সেই সভায় পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ স্বীকার করেন না জেনে এই ভুল হয়েছে। তারপর তাঁকে এই নির্দেশ দেন বিডিও।
তৃণমূলে অভিযোগ, প্রধান বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ না হওয়া সত্ত্বেও ঠিকাদারদের পেমেন্ট দিয়ে দিয়েছেন। আবার কিছু ক্ষেত্রে বাজার দরের তুলনায় টাকা বেশি দিয়ে সামগ্রী কেনা হয়েছে বলে দেখানো হয়েছে। অভিযোগ, সজলধারা প্রকল্পেও আর্থিক অনিয়ম হয়েছে। পঞ্চায়েতে সিসি ক্যামেরা, জেনারেটর সেট বসানো, খাবারের বিল নিয়েও অনিয়ম হয়েছে। এমনকী ত্রি স্টার এসি বসিয়ে ফাইভ স্টারের দাম দেওয়া হয়েছে। একজন চুক্তি ভিত্তিক কর্মীকে অতিরিক্ত টাকা দেওয়া সহ আর্থিক অনিয়মের অভিযোগ করে তৃণমূল সদস্যরা।
পঞ্চায়েত প্রধান গত ২৬ জুন সাধারণ সভা ডাকলে সেই সভা বাতিল করে তৃণমূল পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি ছিল অনিয়মের বিচার না হওয়া পর্যন্ত কোনও সাধারণ সভা করা যাবে না। ওই দিন ঠিক জুলাই মাসের ৩ তারিখ সব পক্ষকে নিয়ে বিডিও অফিসে সভা হবে। কিন্তু, ৩ তারিখ বিডিও না থাকায় ৪ তারিখ ওই সভা হয়। সভায় সমস্ত অভিযোগ প্রধান স্বীকার করে জানান, নিয়ম না জানায় ভুল হয়েছে। তখন বিডিও নির্দেশ দেন যে টাকা দেওয়া হয়েছে তা এই মাসের ২৪ তারিখের মধ্যে উদ্ধার করে পঞ্চায়েতে ফেরত দিতে হবে। তা না হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তৃণমূল পঞ্চায়েত সদস্য রজব মণ্ডল বলেন, প্রধান যে অনিয়ম করেছেন তা প্রমাণ হয়ে গিয়েছে। ২৪ তারিখের মধ্যে টাকা উদ্ধার করে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ বলেন, পঞ্চায়েতের সচিবের কাছে আমার সিল স্ট্যাম্প সবই থাকে। তাঁকে বিশ্বাস করায় এটা ঘটেছে। যাঁরা এই টাকা নিয়েছেন তাঁদের নোটিস করে টাকা ফেরত চাওয়া হবে। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিডিও সঞ্জীব সেন বলেন, প্রধানকে টাকা উদ্ধার করে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। টাকা ফেরত না দিলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।