নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার ভরসন্ধ্যায় এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর থানার ওএনজিসি মোড় এলাকায়। মৃতের নাম সুদীপ নারু। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, তাঁকে খুন করা হয়েছে। তবে এর পিছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত আক্রোশ, খতিয়ে দেখছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর ১ ব্লকের পানাকুয়া অঞ্চলের বাকেশ্বর ষষ্ঠীতলা গ্রামের বাসিন্দা সুদীপ। এলাকায় তিনি সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত।
এদিন সন্ধ্যা ৭টা নাগাদ তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় ওএনজিসি মোড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিসের পক্ষ থেকে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।