নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর ও আদিবাসী উন্নয়ন দপ্তরের অধীন ৩৪৮টি স্কুল ছাত্রশূন্য। এই অবস্থায় ছাত্রশূন্য স্কুল ভবনগুলি কোন কাজে ব্যবহার করা যায়, মূল্যায়ন করে তার প্রস্তাব জমা দেওয়ার সুপারিশ করা হয়েছে দপ্তরের তরফে। দপ্তরের অধীনে থাকা জেলা উন্নয়ন আধিকারিকদের কাছে এই তথ্য চাওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এমন স্কুলের সংখ্যা শুধুমাত্র কলকাতাতেই ১১৯টি, যা রাজ্যের মধ্যে সর্বাধিক। বিভাগীয় মন্ত্রী বুলুচিক বরাইককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খোঁজ নিয়ে মন্তব্য করতে পারব।’