নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাটের বৈদিক ভিলেজের সামনে থেকে নিখোঁজ হয়েছিল এক নাবালক। তাকে উদ্ধার করা হল বীরভূম থেকে। শনিবার বিধাননগর পুলিস ময়ূরেশ্বর থানা এলাকা থেকে নাবালককে নিয়ে আসে রাজারহাটে। ৩০ জুন রাত আটটা থেকে খোঁজ মিলছিল না তার। পরিবারের সদস্যরা ডায়েরি করেছিলেন রাজারহাট থানায়।