• মহাকরণ থেকে ২টি প্রিন্টার চুরি, গ্রেপ্তার এক
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাকরণ থেকে সম্প্রতি দু’টি প্রিন্টার চুরির অভিযোগ উঠেছিল। ওই ঘটনার তদন্তে নেমে শুক্রবার হেয়ার স্ট্রিট থানার পুলিস এক অস্থায়ী কর্মীকে বারাসত থেকে গ্রেপ্তার করেছে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। এদিন ধৃতের তরফ থেকে আদালতে জামিনের আর্জি জানানো হলে সরকারপক্ষ তার বিরোধিতা করে। সরকারি আইনজীবী রাধানাথ রং বলেন, প্রিন্টার দু’টি খোঁজার জন্যই ধৃতকে হেফাজতে নেওয়া জরুরি। এরপর বিচারক অভিযুক্তের জামিনের আর্জি নাকচ করে দেন। 
  • Link to this news (বর্তমান)