• বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ইলেকট্রিক মিস্ত্রির
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ইলেকট্রিক মিস্ত্রির। মৃতের নাম সুরেশ মণ্ডল (৫০)। বাড়ি নরেন্দ্রপুর থানার প্রতাপনগরে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, নিজের বাড়িতেই ওয়্যারিংয়ের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তাঁকে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)