• ১৫০০ কোটির প্রতারণা মামলায় ইডি হেফাজতে নিল এক জেলবন্দিকে
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে দু’টি সংস্থার মাধ্যমে বাজার থেকে ১৫০০ কোটি টাকা তোলার অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল দুই অভিযুক্ত। তাদের জেরা করে ওড়িশার জেল থেকে আরও এক অভিযুক্তকে হেফাজতে নিল ইডি। তার নাম জিয়াজুর রহমান। ট্রানজিট রিমান্ডে তাকে শনিবার কলকাতার বিচারভবনের ইডির বিশেষ আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৪ জুলাই পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, অন্য এক প্রতারণার মামলায় এই অভিযুক্ত ওড়িশার জেলে বন্দি ছিল। ১৫০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় তার নাম ওঠায় তাকে হেফাজতে নিয়ে জেরা করতে চান ইডির আধিকারিকরা। সরকারি আইনজীবীর অভিযোগ, চড়া সুদের টোপ দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুললেও পরবর্তীকালে আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
  • Link to this news (বর্তমান)