নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাড়োয়ায় শনিবার দু’টি পৃথক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জখম চারজনের চিকিৎসা চলছে বসিরহাট মহকুমা হাসপাতালে। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফতেমা বিবি (৫৫)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাড়োয়ার গোপালপুর রোডে ভিগেরআটি এলাকায় ফতেমা বিবি রাস্তার পাশে কাজ করছিলেন। সেই সময় একটি বাইক বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে তাঁকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাইক নিয়ে পলাতক হয়েছেন চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। অন্যদিকে, হাড়োয়া রোড রেলগেট সংলগ্ন এলাকায় একটি চলন্ত স্কুটারকে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি বাইক। চারজন ছিটকে পড়েন দূরে। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চারজনকেই স্থানান্তর করা হয়েছে বসিরহাট হাসপাতালে। পুলিস জানিয়েছে, দু’টি ক্ষেত্রেই কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।