চন্দননগরের তলিয়ে গেলেন যুবক
বর্তমান | ০৬ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাঁতার কাটতে গিয়ে চন্দননগরের গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। রাত পর্যন্ত তাঁকে উদ্ধার করা যায়নি। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সৌম্যদীপ গুপ্ত। বছর বত্রিশের ওই যুবক চন্দনগরের বাগবাজার চৌমাথার বাসিন্দা। তিনি ও তাঁর কয়েকজন বন্ধু এদিন চন্দননগরের রানিঘাট থেকে সাঁতরে চন্দনগরেরই জোড়াঘাটে যাচ্ছিলেন। মাঝপথে আচমকা সৌম্যদীপ তলিয়ে যান। সৌম্যদীপ নিজে ও তাঁর বন্ধুরাও সাঁতার জানেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, সাঁতার কাটতে নেমে অসুস্থ হয়ে পড়েই ওই যুবক তলিয়ে গিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের দলকে গঙ্গায় নামানো হয়। কিন্তু রাত পর্যন্ত ওই যুবকের হদিশ মেলেনি।
Link to this news (বর্তমান)