নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ১ লক্ষ ৭৮ হাজার টাকার জাল নোট সহ এক যুবককে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিস। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থেকে রাহুল বিশ্বাস ওরফে তুহিন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় আগেই ১৩ হাজার টাকার জালনোট সহ দু’জনকে গ্রেপ্তার করেছিল পুলিস। তাঁদের জিজ্ঞাসাবাদ করে শুক্রবার গভীর রাতে তৃতীয় অভিযুক্তকে জালে তুলেছেন তদন্তকারীরা। ধৃত তিনজনই লিলুয়ার জগদীশপুরের বাসিন্দা।
গত ২ জুলাই রাতে জগাছার কোনা এক্সপ্রেসওয়ের ধারে গড়ফা এলাকায় অভিযান চালান হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। সেখান থেকে ৮ হাজার টাকার জালনোট সহ জসিমুদ্দিন লস্কর ওরফে রকিকে গ্রেপ্তার করে পুলিস। এরপর বৃহস্পতিবার কোনা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে জালনোট পাচার চক্রের আরও এক অভিযুক্ত রামিজ রাজকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত হয়। দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তৃতীয় অভিযুক্তের হদিশ মেলে।
এরপর শুক্রবার রাতে দত্তপুকুরের নেতাজিপল্লি থেকে রাহুলকে গ্রেপ্তার করেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। রাহুলের কাছ থেকে মোট ১ লক্ষ ৭৮ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া জালনোটের পুরোটাই পাঁচশো টাকার নোট। অভিযুক্ত দত্তপুকুর এলাকায় ভাড়া থাকলেও তাঁর আসল বাড়ি লিলুয়াতেই। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, তিনজনকেই এবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে কারা কারা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।