• ঘরে ফিরলেন প্রভু জগন্নাথ, পাঁপড় আর জিলিপিতে জমজমাট উল্টোরথ
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: মাসির বাড়ি থেকে নিজের ঘরে ফিরলেন জগন্নাথদেব। উল্টোরথ উপলক্ষ্যে শনিবার জমজমাট পুজোআচ্চা, উৎসবে মেতে উঠলেন সাধারণ মানুষ, ফিল্মস্টার থেকে শুরু করে বিদেশিরা। কলকাতায় ইসকন আয়োজিত উল্টো রথযাত্রায় হাজির ছিলেন বাংলা সিনেমা জগতের নক্ষত্ররা। অন্যদিকে, বারুইপুরে একটি রথযাত্রায় অংশগ্রহণ করেন মায়াপুর ইসকনের বিদেশিরা। শিয়ালদহে শ্রদ্ধানন্দ পার্কে আয়োজিত উল্টোরথের মেলায় বিপুল জনসমাগম হয়। মেলায় পাঁপড় ভাজা, জিলিপি থেকে ঘর সাজানোর টুকিটাকি জিনিস কিনতে দোকানে দোকানে ভিড় জমিয়েছিলেন মহিলা থেকে শিশুরা।

    এদিন পুরীর ধাঁচে উল্টোরথের আয়োজন করলেন হরিণঘাটার সিমহাটের এক সেবায়েত। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো অর্চনা থেকে শুরু করে পুরীর বিখ্যাত গজা তৈরি হয়েছে সেখানে। সবটাই হয়েছে পুরী থেকে আসা সেবায়েতদের হাত ধরে। এমনকী, পুজোর জন্য প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা বিগ্রহ কিনে আনা হয়েছে পুরী থেকে। ‘প্রভুর আড্ডা’ শীর্ষক এই অনুষ্ঠানের এটাই ছিল দ্বিতীয় বর্ষ। উদ্যোক্তা ভাস্কর সাহা জানাচ্ছেন, দু’দিনে প্রায় ১০ হাজার ভক্তের জন্য ভোগের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে হরিণঘাটায় বসেই পুরীর উল্টোরথের স্বাদ নিয়েছেন এলাকাবাসী। এইদন বিকেলে বারুইপুর প্রগতি সঙ্ঘ ও সুবুদ্ধিপুর রথ উন্নয়ন কমিটির উদ্যোগে উল্টোরথে মায়াপুরের ইসকনের বিদেশিরা অংশ নেন। তাঁদের ১২ জনের টিম নৃত্য ও গানের তালে শোভাযাত্রায় পা মেলায়। প্রগতি সঙ্ঘ থেকে রথ নিয়ে শোভাযাত্রা যায় সুবুদ্ধিপুর কল্যাণ সঙ্ঘের মাঠে। এদিন বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো সম্পন্ন হয়েছে। 

    বারাকপুর মহকুমা জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে উল্টোরথ। সবচেয়ে বড় রথ বেরিয়েছিল বেলঘরিয়ায়। তিনটি বড় রথে মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফেরেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা। রথযাত্রাকে কেন্দ্র করে দুপুর থেকেই ভিড় জমে যায়। বি টি রোডের ডানলপ থেকে বারাকপুরগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোদপুরের ঘোলাতেও বড় রথ বেরিয়েছিল এদিন। এখানে রথের দড়ি টানেন কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পানশিলা রথবাড়ির রথ সোদপুর, খড়দহের দীর্ঘ রাস্তা অতিক্রম করে। শ্যামনগরের আতপুরে বহু বছরের পুরনো রথ এলাকা পরিক্রমা করে। দমদম, নাগেরবাজার, বরানগর, বেলঘরিয়া, সোদপুরের পঞ্চাননতলা, কাঁকিনাড়ায় বসেছে রথের মেলা। উল্টোরথ উপলক্ষ্যে পলতা নেতাজি সঙ্ঘ সহ এদিন বহু পুজো কমিটি খুঁটি পুজো করে।

    রথযাত্রার আনন্দ থেকে বাইরে ছিল না আদালতও। এদিন ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে একটি আইনজীবী সংগঠনের অফিসঘরে উল্টোরথ উপলক্ষ্যে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়। অন্যান্য আইনজীবী সংগঠনের কর্তারা ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।
  • Link to this news (বর্তমান)