নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত বছরের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল শতবর্ষ ছুঁইছুঁই একটি বাস রুট। তবে সাড়ে ছ’মাস বাদে রুট চালু হল। পথে ফের গড়াল বাসের চাকা। উল্টোরথের দিন আবার চলল শ্রীরামপুরের তিন নম্বর রুটের বাস।
পুরনো রুটটির সামান্য অদলবদল হয়েছে। সেক্টর ফাইভ পর্যন্ত বাস চলেছে শনিবার। সুদীপ গোস্বামী নামে এক বাস মালিক একসময় মনেপ্রাণে চেয়েছিলেন ঐতিহ্যের তিন নম্বর রুট বেঁচে থাকুক। তাই নিজে কন্ডাক্টরি করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত চালাতে পারেননি। তাঁকে থামতে হয়। এবার ফের চালু হল। বাসের স্টিয়ারিং ধরলেন রাজু সামন্ত। তিনিও সুদীপবাবুর মতো বাস মালিক। তাঁর দৌলতে রুটটি ফের বেঁচে উঠল।
রাজুবাবু জানান, এই রুটে অনেক সমস্যা। তার মধ্যে অন্যতম হল রেলপথ নির্ভর হুগলিতে যাত্রী পাওয়ার সমস্যা। এছাড়া অটো, টোটোর দাপাদাপি রয়েছে। তারপরও বুক ঠুকে একটি নতুন বাসটি নামিয়েছেন। শুরুর দিন ভালোই গিয়েছে। দুপুরেও যাত্রী হয়েছিল। ফেরার পথে বাস ছিল ভিড়ে ঠাসা। দক্ষিণেশ্বর পর্যন্ত ঠাসাঠাসি ভিড়। রাজুবাবু বলেন, ‘গাড়ির নাম বৃন্দাবন এক্সপ্রেস। উল্টোরথের দিন উদ্বোধন করেছি। কৃষ্ণভগবান সহায় থাকলে ফের বাঁচবে তিন নম্বর। এই ঐতিহ্যের রুটটির প্রতি মমতা আছে। তাই একবার প্রয়াস করছি।’ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীরামপুরের সংস্কৃতি কর্মী সমীর সাহা। তিনি বলেন, ‘গতবছর ২৩ ডিসেম্বর বহু লড়াইয়ের পরও থেমে গিয়েছিল সুদীপ গোস্বামীর বাসটি। তিনি একা ওই রুটে দীর্ঘদিন বাস চালিয়েছেন। এবার রাজুবাবুর উদ্যোগে ঐতিহ্য লুপ্ত হতে হতে বেঁচে উঠছে। এ জন্য তাঁর ধন্যবাদ প্রাপ্য। শ্রীরামপুরের মানুষের কাছে এই বাস রুট আবেগের।’
গত দশবছর ধরে ৩ নম্বর রুটটি ধুঁকছিল। যে রুটে একসময় ৮০টি বাস চলত, ২০২২ সালে তা এসে দাঁড়ায় মাত্র একটিতে। সেটি সুদীপবাবুর বাস। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সেটিও বন্ধ হয়ে গিয়েছিল।