• চেম্বার-পুকুর পাড়ে পড়ে ওষুধ, বিক্ষোভ
    বর্তমান | ০৬ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকের নাইটা-মাল পাহাড়পুর পঞ্চায়েতের অন্তর্গত উপস্বাস্থ্য কেন্দ্র এখন চর্চার কেন্দ্রে। অভিযোগ, স্থানীয় মানুষজন সেখানে গেলে পরিষেবা পান না। উপরন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্রের পুকুর পাড়ে ও অব্যবহৃত চেম্বারে পড়ে রয়েছে বস্তা বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ। মেয়াদ রয়েছে, এমন ওষুধও পড়ে রয়েছে অবহেলায়। এর প্রতিবাদে শনিবার স্থানীয় বাসিন্দারা ওই উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। ব্লক স্বাস্থ্য আধিকারিক গ্রামবাসীদের বিক্ষোভের কথা স্বীকার করে নিয়ে বলেছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

    বিক্ষোভকারীদের কথায়, পড়ে পড়ে নষ্ট হচ্ছে বস্তা বস্তা ওষুধ, অথচ উপস্বাস্থ্য কেন্দ্রে গেলে আমাদের বলা হয়, ওষুধ নেই। এমনকী, সাধারণ গ্রামবাসীদের সঙ্গে স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহার করেন বলেও অভিযোগগ্রামবাসীদের অভিযোগ, দু’ বছর হয়ে গেল উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ পান না রোগীরা। কয়েকদিন আগে এই কেন্দ্র পরিদর্শনে আসার কথা ছিল স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের। তাই তড়িঘড়ি কাগজে-কলমে পরিষেবা দেখানো হলেও স্থানীয় বাসিন্দারা সেই সুযোগ পাননি। উল্টে পরিদর্শকদের আসার আগেই বাছাই না করেই মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ থাকা ওষুধ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়। উপস্বাস্থ্য কেন্দ্রের চেম্বারে ও পুকুর পাড়ে সেই বস্তা দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দারা। তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)