আরজি কর-কাণ্ড থেকে কলেজে ধর্ষণের ঘটনা, প্রতিবাদে লালবাজার অভিযানে বাংলার কংগ্রেস
আনন্দবাজার | ০৫ জুলাই ২০২৫
আরজি কর হাসপাতালে এক চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘঠনা থেকে শুরু করে সম্প্রতি সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণের ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার প্রতিবাদে লালবাজার অভিযানের ডাক দিল প্রদেশ কংগ্রেস। শনিবার বিধান ভবনে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানান, আগামী বৃহস্পতিবার ১০ জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কংগ্রেস নেতৃত্ব লালবাজার অভিযানে যাবেন।
প্রদেশ কংগ্রেসের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘‘সর্বত্রই আমরা লক্ষ করেছি যে পুলিশি নিষ্ক্রিয়তা এবং শাসকদলের অভিযুক্তদের আড়াল করার অভিযোগ উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে। সেই সঙ্গে এটাও উল্লেখ্য যে, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না। পুলিশের রাশ টেনে ধরা হচ্ছে। এরই প্রতিবাদে আগামী ১০ জুলাই দুপুরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ‘লালবাজার চলো’র ডাক দেওয়া হয়েছে।’’
এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘আমরা বার বার বলছি যে, শাসকদলের অঙ্গুলি হেলনে যদি পুলিশ চলে তবে আইনশৃঙ্খলা ভেঙে পড়তে বাধ্য। এ রাজ্যে এখন সেই অবস্থা। পুলিশ যদি সক্রিয় থাকত তা হলে কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া সকেট বোমায় ৯ বছরের তমন্না খাতুনকে খুন হতে হত না।’’ তিনি আরও বলেন, ‘‘পুলিশকে মনে রাখতে হবে, তাঁদের পরনের উর্দির মর্যাদার কথা। সেই উর্দি কোনও রাজনৈতিক দল তাদের দেয়নি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সে কথা ভুলে গিয়ে এ রাজ্যের পুলিশের একটা অংশ শাসকদলের সঙ্গে যুক্ত হয়ে সর্বত্র অপরাধীদের আড়াল করার চেষ্টা করে চলেছে। কোথাও আবার গ্রেফতারির নামে নিরীহ-নিরপরাধ মানুষদেরও পুলিশের দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে কংগ্রেস লালবাজার অভিযানের ডাক দিতে বাধ্য হচ্ছে।’’